আজ লাহোরে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। পাকিস্তানে গ্রুপপর্বের বেশ কয়েকটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় এই ম্যাচ নিয়েও শঙ্কা ছিল। তবে আবহাওয়া পূর্বাভাস বলছে, সেই আশঙ্কা আপাতত নেই।
আকুওয়েদারের তথ্য অনুযায়ী, আজ লাহোরে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ থাকবে পরিষ্কার, উজ্জ্বল রোদ থাকবে সারা দিন। বাতাসের আর্দ্রতা ৫৪ শতাংশ এবং গতিবেগ ঘণ্টায় ১৩ কিলোমিটার, যা স্বাভাবিক মাত্রায় রয়েছে। লাহোরের আগের ম্যাচ, যেখানে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান মুখোমুখি হয়েছিল, সেটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।
তবে আবহাওয়া কোনো চমক দেখালেও আইসিসি প্রস্তুত রয়েছে। মূল দিনে খেলা না হলে রিজার্ভ ডেতে ম্যাচ অনুষ্ঠিত হবে। তাছাড়া সেমিফাইনাল ও ফাইনালের ক্ষেত্রে প্রতিটি ম্যাচের জন্য দুই ঘণ্টা অতিরিক্ত সময় বরাদ্দ রাখা হয়েছে। নকআউট পর্বের ফল নির্ধারণের জন্য কমপক্ষে ২৫ ওভার খেলা বাধ্যতামূলক, যা গ্রুপপর্বের ২০ ওভারের চেয়ে বেশি।
আইসিসি জানিয়েছে, নির্ধারিত দিনেই ম্যাচ শেষ করার সর্বোচ্চ চেষ্টা থাকবে। প্রয়োজন হলে ওভার কমিয়ে নির্ধারিত সীমার মধ্যে আনা হবে। যদি কোনো কারণে ম্যাচ মাঝপথে স্থগিত হয় এবং রিজার্ভ ডে প্রয়োজন হয়, তাহলে খেলা সেখান থেকেই শুরু হবে, নতুন করে ম্যাচ শুরু হবে না।
যদি কোনো সেমিফাইনালে ফল নির্ধারণ না হয়, তাহলে গ্রুপপর্বে শীর্ষে থাকা দল ফাইনালে উঠবে। সে ক্ষেত্রে নিউজিল্যান্ডের জন্য পরিস্থিতি অনুকূল নয়, কারণ তারা গ্রুপ রানার্সআপ। তবে আপাতত আবহাওয়া নিয়ে তাদের দুশ্চিন্তার কারণ নেই।