ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা থেকে রিয়াদে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে।

আন্তর্জাতিক

ইউএস-বাংলা এয়ারলাইনস আগামী ২১ এপ্রিল থেকে ঢাকা এবং সৌদি আরবের রাজধানী রিয়াদে সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে। এ ফ্লাইটটি সপ্তাহে পাঁচ দিন, ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ দিয়ে পরিচালিত হবে। আজ বুধবার থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের সমস্ত বিক্রয় মাধ্যম থেকে ঢাকা-রিয়াদ রুটের টিকিট বিক্রি শুরু হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

ঢাকা থেকে রিয়াদে ফ্লাইটগুলো সোম, মঙ্গল, বুধ, শুক্র এবং রোববার দুপুর ১টা ৩৫ মিনিটে ছাড়বে এবং রিয়াদের স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে পৌঁছাবে। রিয়াদ থেকে ঢাকা ফিরে আসবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এবং পরদিন ভোর ৪টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

ঢাকা থেকে রিয়াদে ওয়ানওয়ে ন্যূনতম ভাড়া ট্যাক্স ও সারচার্জসহ ৫৪,৬৫৫ টাকা এবং রিটার্ন ভাড়া ৮১,৯৯৮ টাকা। রিয়াদ থেকে ঢাকা যাওয়ার জন্য ওয়ানওয়ে ন্যূনতম ভাড়া ৮৪৬ সৌদি রিয়েল এবং রিটার্ন ভাড়া ১,৪৫৮ সৌদি রিয়েল।

এক বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইনস জানিয়েছে, দীর্ঘ প্রতীক্ষার পর সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা পূরণের উদ্দেশ্যে এই নতুন রুট চালু করা হচ্ছে। এছাড়া, রেমিট্যান্স-যোদ্ধাদের জন্য সৌদি আরব থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ যেকোনো গন্তব্যে দ্রুত পৌঁছানোর ব্যবস্থা নিশ্চিত করবে ইউএস-বাংলা।

এ মুহূর্তে ইউএস-বাংলা এয়ারলাইনসের বহরে দুটি এয়ারবাস ৩৩০-৩০০ এবং ৯টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৪টি এয়ারক্রাফট রয়েছে। বর্তমানে, ইউএস-বাংলা এয়ারলাইনস অভ্যন্তরীণ রুট ছাড়াও জেদ্দা, দুবাই, শারজাহ, আবুধাবি, মাসকাট, দোহা, মালে, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, গুয়াংজু, চেন্নাই এবং কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *