আওয়ামী লীগের সদস্য পদ আর রাখব না, জানালেন কামাল মজুমদার।

জাতীয় দেশজুড়ে বাংলাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত একটি হত্যা মামলায় সাবেক শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার আদালতে হাজির হলে তিনি কান্না করতে করতে বলেন, “আমি আর আওয়ামী লীগের রাজনীতি করব না। মৃত্যুর আগ পর্যন্ত দলটির কোনো পদে থাকব না। আমি প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগ করেছি।”

সোমবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে কাফরুল থানায় আতিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হন কামাল আহমেদ মজুমদারসহ শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, এবং দুই সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এ কে এম শহীদুল হক। শুনানির সময় কামাল আহমেদ মজুমদার বিচারকের কাছে ন্যায়বিচার প্রার্থনা করে কান্নায় ভেঙে পড়েন।

তিনি বলেন, “আমার বয়স ৭৬, আমি ডায়াবেটিসে আক্রান্ত। আমার চোখের ৭০ শতাংশ নষ্ট হয়ে গেছে। আমি আমার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারছি না। মৃত্যুর আগ পর্যন্ত আমি আর আওয়ামী লীগের রাজনীতি করব না।”

এছাড়া তিনি আরো বলেন, “আমি এখন রাজনীতি থেকে অবসর নিতে চাই, দলের সাধারণ সদস্যপদও ছেড়ে দিয়েছি। ৭৬ বছর বয়সে রাজনীতি চালিয়ে যাওয়া সম্ভব নয়। নতুন নেতৃত্বের উত্থান প্রয়োজন।” শুনানি শেষে তাকে এবং অন্য আসামিদের সিএমএম আদালতের হাজতখানায় নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *