মাগুরার শালিখা উপজেলায় উন্নত পদ্ধতিতে খেজুর গাছের পরিচর্যা,নিরাপদ রস সংগ্রহ ও গুড় উৎপাদন প্রযুক্তি’ শীর্ষক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে শালিখা উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রশিক্ষণে বিএস আই এর (প্রশিক্ষণ ও প্রযুক্তি) বিভাগীয় প্রধান ড. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃজাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলাম, কৃষিবিদ ড. মুহাম্মদ জামাল উদ্দিন, কৃষিবিদ মোঃহাসান ওয়ারিসুল কবির,কৃষিবিদ ড. মোঃ ইয়াছিন আলী, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা বনি আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর হোসেন সহ-অন্যরা।
এসময় প্রধান অতিথির বক্তব্য বলেন, খেজুরের রস ও গুড়ের উৎপাদন বেশি বেশি করে মাগুরার সুনাম আরো বেশি বৃদ্ধি করতে হবে। এতে করে নিজেদের উন্নতি করার পাশাপাশি গ্রামীণ অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে।