১৮ বছর আগে চাকরিচ্যুত নির্বাচন কর্মকর্তাদের পুনর্বহালের নির্দেশ

জাতীয় বাংলাদেশ

১৮ বছর পর চাকরিচ্যুত ৮৫ নির্বাচন কর্মকর্তার পুনর্বহালের আদেশ

তত্ত্বাবধায়ক সরকারের সময়ে চাকরিচ্যুত ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর আগে, গত ২০ ফেব্রুয়ারি এ সংক্রান্ত আপিল ও পুনর্বিবেচনা (রিভিউ) আবেদনের শুনানি শেষে ২৫ ফেব্রুয়ারি রায়ের তারিখ ধার্য করেছিলেন আপিল বিভাগ।

২০০৫ সালের ৩ সেপ্টেম্বর সরকারি কর্মকমিশনের মাধ্যমে ৩২৭ জনকে অস্থায়ী ভিত্তিতে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে, নিয়োগ নিয়ে বিতর্কের জেরে তত্ত্বাবধায়ক সরকার ওই ৮৫ জনকে চাকরিচ্যুত করে।

চাকরি হারানো কর্মকর্তারা আদালতে মামলা করলে, ২০০৭ সালের ২৩ মার্চ প্রশাসনিক ট্রাইব্যুনাল তাদের আবেদন খারিজ করে দেন। এরপর তারা আপিল করলে ২০১০ সালের ১২ এপ্রিল প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল তাদের পক্ষে রায় দেন এবং পুনর্বহালের নির্দেশ দেন।

তবে, রাষ্ট্রপক্ষ আপিল করলে আপিল বিভাগ ওই রায়ের কার্যকারিতা স্থগিত করে এবং নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠায়। পরে ২০২২ সালের ১ সেপ্টেম্বর সরকারপক্ষের আপিল মঞ্জুর করে ৮৫ জন কর্মকর্তার পুনর্বহালের রায় বাতিল করা হয়।

এর পর ২০২৩ সালে চাকরিচ্যুতরা পৃথক পাঁচটি আবেদনের মাধ্যমে আপিল বিভাগে রায়ের পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন। সেই আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ তাদের চাকরিতে পুনর্বহালের আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *