পিলখানা ট্র্যাজেডির সুবিচার নিশ্চিত করতে রাষ্ট্র দায়বদ্ধ: প্রধান উপদেষ্টা
জাতীয় শহীদ সেনা দিবসে জাতির পক্ষ থেকে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি পিলখানা হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এই নির্মমতার বিচার নিশ্চিত করতে দায়বদ্ধ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আজ ২৫ ফেব্রুয়ারি, প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের এই দিনে পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে এখন থেকে প্রতিবছর এই দিনটি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালিত হবে।’
তিনি জাতির সূর্য সন্তান, শহীদ সেনা কর্মকর্তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানান।
প্রধান উপদেষ্টা বলেন, ‘শহীদ পরিবারের সদস্যরা এখনও ন্যায়বিচারের অপেক্ষায় আছেন। পিলখানায় বীর সেনাদের হত্যাকাণ্ডের পর দীর্ঘদিন ধরে জাতিকে বিভ্রান্তিতে রাখা হয়েছে। রাষ্ট্র হিসেবে আমরা এই নির্মমতার সুবিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। জাতি হিসেবে আমাদের শহীদ পরিবার ও সকল নিপীড়িতের পাশে দাঁড়ানো উচিত।’
তিনি আরও বলেন, ‘এই দিনটি আমাদের চেতনার অংশ হয়ে থাকবে এবং দেশপ্রেম ও আত্মত্যাগের প্রতীক হিসেবে কাজ করবে। আমাদের অঙ্গীকার হওয়া উচিত দুঃশাসন, ষড়যন্ত্র ও অহংকারের কারণে আর কোনো প্রাণ যাতে ঝরে না যায়, তা নিশ্চিত করা।’
তিনি বলেন, ‘ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্বমুক্ত বিশ্ব গড়ার পথে বাংলাদেশকে আদর্শিক মাপকাঠি হিসেবে গড়ে তুলতে হবে। জাতির শহীদ সেনাদের স্মরণে আমরা একটি স্বনির্ভর ও উন্নত বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ হই।’