সরকারি-বেসরকারি দপ্তর ও গৃহস্থালিতে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখার আহ্বান জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের লক্ষ্যে এক পরিপত্র জারি করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী, সরকারি-বেসরকারি দপ্তর ও বাসাবাড়িতে ব্যবহৃত এসির তাপমাত্রা কমপক্ষে ২৫ ডিগ্রিতে নির্ধারণ করা উচিত।
পরিপত্রে আরও বলা হয়, এবছর রমজান, গ্রীষ্মকাল ও সেচ মৌসুম একই সময়ে শুরু হওয়ায় বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। এই অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের নির্ধারিত তাপমাত্রা অনুসরণ করা গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে সব সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি প্রতিষ্ঠানকে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখার নির্দেশ যথাযথভাবে বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া, ব্যবসায়ী সংগঠনগুলোর মাধ্যমে বেসরকারি খাতকে অবহিত করতে বাণিজ্য মন্ত্রণালয়কে এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর মাধ্যমে এ নির্দেশনা জানাতে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এনজিও বিষয়ক ব্যুরোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।