ইমামকে নিয়ে ব্যাটিংয়ে নামছে পাকিস্তান, ভারতের একাদশ অপরিবর্তিত

খেলাধুলা

ফাখার জামানের চোটে স্কোয়াডে আসা ইমাম-উল-হাক জায়গা পেয়ে গেলেন একাদশেও। লম্বা সময় পর ওয়ানডে খেলতে নামছেন বাঁহাতি ওপেনার। ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টেজ ম্যাচে তাকে রেখেই দল সাজিয়েছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে জেতা দল থেকে কোনো পরিবর্তন আনেনি ভারত।

দুবাইয়ে রোববার ‘এ’ গ্রুপের ম্যাচটিতে টস জিতেছেন মোহাম্মদ রিজওয়ান। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক। পরে ব্যাটিং করতে আপত্তি নেই ভারত অধিনায়ক রোহিত শার্মার।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় চোট পান ফাখার। পরে জানা যায়, পেশির সমস্যায় ভুগছেন তিনি। এতে পুরো আসর থেকেই ছিটকে গেছেন তিনি।চ্যাম্পিয়ন্স ট্রফিতে এনিয়ে ষষ্ঠবার মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। দুই দলের সবশেষ দেখায় জয় পাকিস্তানের। ২০১৭ সালের ভারতকে হারিয়ে প্রতিযোগিতাটির শিরোপা জিতেছিল তারা। সব মিলিয়ে তিনবার জয়ের স্বাদ পেয়েছে পাকিস্তান, ভারতের জয় দুটি।

পাকিস্তান একাদশ: ইমাম-উল-হাক, বাবর আজম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক ও কিপার), সালমান আলি আগা, তৈয়ব তাহির, খুশদিল শাহ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, আবরার আহমেদ।

ভারত একাদশ: রোহিত শার্মা (অধিনায়ক), শুবমান গিল, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (কিপার), হার্দিক পান্ডিয়া, রাভিন্দ্রা জাদেজা, আকসার প্যাটেল, হার্শিত রানা, মোহাম্মদ শামি, কুলদিপ ইয়াদাভ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *