আলোর পথে কারিনা—কোন ইঙ্গিত দিলেন এই অভিনেত্রী?

বিনোদন

এক মাস আগে সাইফ আলি খানের ওপর হামলার ঘটনার পর, অনেক প্রতিকূলতা অতিক্রম করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন সাইফ-কারিনা। সাইফ তার নতুন সিনেমা ‘জুয়েল থিফ’র প্রচারণায় অংশ নিয়েছেন, আর কারিনা পরিবার ও কাজের প্রতি সমানভাবে মনোযোগ দিয়েছেন।

সাইফ ও তার পরিবার অবশেষে সেই ভয়াবহ পরিস্থিতি ভুলে স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) শুটিংয়ে ফিরেছেন কারিনা, এবং কিছুদিন আগে তারা ছোট ছেলে জেহর জন্মদিনের অনুষ্ঠানও পালন করেছেন। কাপুর পরিবারে সম্প্রতি একটি বিয়ে হয়েছে, যেখানে কারিনা তার স্বামী সাইফকে ছাড়া উপস্থিত ছিলেন। বাড়ি ফিরে তিনি একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন।

১৬ জানুয়ারি রাতে পাতৌদী পরিবারের জন্য একটি ভয়াবহ সময় ছিল—মধ্যরাতে হামলার শিকার হন সাইফ। কারিনা ওই সময় হতাশায় ভুগছিলেন, তবে সাইফের ভাষায়, তিনি সবাইকে ডাকছিলেন সাহায্যের জন্য। বর্তমানে সাইফ অনেকটা সুস্থ হলেও, ওই ঘটনার পর থেকেই পাতৌদী পরিবার খবরের শিরোনামে রয়েছে।

কারিনা ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন, “অন্ধকার পেরিয়ে আলোর দিকে যাচ্ছি, সব খারাপ দূরে সরিয়ে আনন্দের দিকে এগোচ্ছি, পরিবারের সঙ্গে ভালোবাসার উদযাপন করছি।” পোস্টটির মাধ্যমে তার অনুরাগীরা মনে করছেন, কারিনা হয়তো সম্প্রতি ঘটে যাওয়া সেই দুর্ঘটনা কাটিয়ে ওঠার বিষয়টি জানাচ্ছেন।

এই পোস্টের সঙ্গে নিজের একাধিক ছবি শেয়ার করেছেন কারিনা। বুধবার রাতে তিনি ইনস্টাগ্রামে জমকালো সাজে তার ফটোশুটের ছবি ভাগ করে নিয়েছেন, যা তার আত্মবিশ্বাস ও গ্ল্যামারের প্রতিফলন। ছবির সঙ্গে কারিনা লিখেছেন, “ভালোবাসা সব জয় করতে পারে,” এবং তার অনুরাগীরা তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *