শান্তদের সাহস ও দৃঢ়তা নিয়ে খেলতে পরামর্শ দিলেন মাশরাফি।

খেলাধুলা

২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে বাংলাদেশ ইতিহাস গড়ে প্রথমবারের মতো সেমিফাইনালে পৌঁছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে বড় পরাজয়ের শঙ্কায় পড়া দলকে দুর্দান্তভাবে টেনে তোলেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।

তাদের অসাধারণ পারফরম্যান্সে গড়ে ওঠে ২০৯ বলে ২২৪ রানের জুটি, যা ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ও ৫ম উইকেটে সর্বোচ্চ জুটি। এই রেকর্ড জুটির বদৌলতে বাংলাদেশ ৫ উইকেটের দারুণ এক জয় তুলে নেয়, যা দলকে প্রথমবারের মতো কোনো আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে দেয়।
আইসিসির বিভিন্ন টুর্নামেন্টের প্রচারণায় কিংবা বাংলাদেশের সাফল্যের চিত্র প্রতিবেদনগুলোয় বারবার ফিরে আসে মাশরাফির রোমাঞ্চকর সেই মুহূর্তগুলো। ড্রেসিংরুমের ব্যালকনিতে মুষ্টিবদ্ধ হাত তুলে উদ্দীপ্ত করা সেই দৃশ্য। এবার আর মাশরাফি নেই বাংলাদেশ দলে। তবে চ্যাম্পিয়নস ট্রফির নতুন মিশন সামনে রেখে বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানালেন সাবেক এই অধিনায়ক।

আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মাশরাফি লিখেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইল শুভ কামনা। সাহস ও দৃঢ়তার সঙ্গে খেলে যাও। সব সময় শুভকামনা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *