যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চলে ভয়াবহ শীতকালীন ঝড়, তীব্র ঠাণ্ডা ও বন্যার ফলে সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১৪ জনে পৌঁছেছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।
কর্মকর্তা জানান, জাতীয় আবহাওয়া বিভাগ (এনডব্লিউএস) সতর্ক করেছে যে আর্কটিকের শৈত্যপ্রবাহের ফলে ‘রেকর্ড পরিমাণ ঠাণ্ডা দেখা দিতে পারে। মন্টানা এবং উত্তর ডাকোটায় তাপমাত্রা মাইনাস (-) ৫১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।
কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশেয়ার জানিয়েছেন, রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে, যা আগের দিনের তুলনায় আটজন বেশি। বেশিরভাগ মানুষ বন্যার পানিতে আটকা পড়ে প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে একজন মা ও তার সন্তানও রয়েছেন।
গভর্নর জনগণকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন এবং রাজ্যজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
পশ্চিম ভার্জিনিয়ার গভর্নর প্যাট্রিক মরিসে জানিয়েছেন, তার রাজ্যে একজনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। একইভাবে, জর্জিয়ার আটলান্টায় বিশাল একটি গাছ বাড়ির ওপর পড়ে একজনের মৃত্যু হয়েছে বলে দমকল কর্মকর্তা স্কট পাওয়েল নিশ্চিত করেছেন।
এনডব্লিউএস জানিয়েছে, এই ঠাণ্ডা আবহাওয়া যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সমভূমি, পূর্ব উপকূল এবং দক্ষিণ উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়বে। এই পরিস্থিতি আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। সূত্র: এএফপি