বইমেলা সবসময় আমার কাছে আনন্দের। এবারের বইমেলা একটু অন্য রকম। এবারের বইমেলায় গণ-অভ্যুত্থানের একটা ছাপ আছে। মেলা জুলাইয়ের স্মৃতিতে ভরা। আবার মেলায় অপ্রত্যাশিত কিছু সমস্যা হচ্ছে, যা আমরা আশা করিনি। ভেবেছিলাম এবারের বইমেলা হবে সবচেয়ে আনন্দের। একটা গোষ্ঠী নানাভাবে অস্বস্তি তৈরি করছে।
এবার নতুন গল্পের বই ‘রূপ নারানের কূলে’ কথাপ্রকাশ থেকে বের হয়েছে। কথাসাহিত্য সবসময় সমাজ, স্থান ও সমসাময়িক সময়কে ধারণ করে। তার পর কোনোটা কালোত্তীর্ণ হয়, কোনোটা স্থানিক সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে চলে যায়।
একটা বই প্রকাশ হওয়ার আগে সম্পাদনার গুরুত্ব অনেক বেশি। অধিকাংশ প্রকাশনারই সম্পাদনা পরিষদ নেই। প্রকাশনায় প্রুফরিডার সর্বোচ্চ শুধু বানান দেখে। বানান দেখা আর সম্পাদনা এক বিষয় নয়। লেখককে নিজেই সম্পাদনা করতে হয়। লেখকের সম্পাদনার পরও সম্পাদনার প্রয়োজন হয়। যেসব প্রকাশনার সম্পাদনা পরিষদ আছে তাদের বইয়ের মান ভালো হয়।
বইমেলাটা পাখির চোখের মতো একবার ঘুরে দেখেছি। মেলার পরিবেশগত কিছু উন্নতি হয়েছে। মেলার স্টলগুলোর ডিজাইন অবশ্যই আরও সুন্দর করা দরকার। বাংলাদেশের অন্যতম স্থপতি এনামুল করিম নির্ঝর বইমেলার কয়েকবার নকশা করেছিলেন। তখন মেলাটা অনেক সুন্দর ছিল। যেকোনো কারণেই হোক সেই ধারবাহিকতা বজায় রাখা সম্ভব হয়নি। মেলার নকশাটা শিল্পীদের দিয়ে করা ভালো। কারণ শিল্পীদের চোখ একরকম, সাধারণ মানুষের চোখ অন্যরকম। ওই ধরনের কোনো শিল্পীকে দিয়ে বইমেলার নকশা করা উচিত।
পাঠকরা নিজেদের পছন্দের বই খুঁজেই কিনে নেন। মেলার বিস্তৃতি এতই বড় যে, বই খুঁজে পেতে পাঠককে একটু কষ্টই করতে হয়। লক্ষণীয় যে, আমাদের বই বিক্রিটা মেলাকেন্দ্রিক হয়ে যাচ্ছে, যা ভালো লক্ষণ নয়। বইমেলা শেষ হলে বইগুলো কোথায় পাওয়া যায়- তা পাঠক জানে না। অনলাইনে অনেকে বই কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। বই অনেকে ধরে-ছুঁয়ে পড়ে দেখতে চান। সেই সুযোগ অনলাইনে থাকে না। ঢাকা শহর এত বড়, যেখানে কয়েক শ বইয়ের দোকান থাকা উচিত। আগে গ্রামে গ্রামে বইয়ের অনেক লাইব্রেরি দেখা যেত। এখন দেখা যায় না। লাইব্রেরিগুলো হারিয়ে যাওয়া বইয়ের জন্য ইতিবাচক নয়।
ইন্টারনেট সুবিধার জন্য এখন সবকিছুই হাতের মুঠোয়। তার পরও মুদ্রিত বইয়ের চাহিদা কখনোই কমবে না। ছাপা বইয়ের পাঠক কখনোই কমেনি। অনলাইন বই কখনোই ছাপা বইয়ের আনন্দ দেয় না। মস্তিষ্কের সঙ্গে ছাপা বইয়ের একটা সম্পর্ক আছে। ফলে ছাপা বইয়ের আকর্ষণ ও প্রয়োজনীয়তা কখনোই কমবে না।