জার্সিতে আয়োজক পাকিস্তানের নাম নিয়েই খেলবে ভারত

খেলাধুলা

শোনা যাচ্ছিল, আয়োজক হওয়ার পরও ভারতের টিম জার্সিতে পাকিস্তানের নাম থাকবে না। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে দেখা গেলো বিষয়টা অযথাই গুরুত্ব পেয়েছিল। গতকাল ভারতের জার্সি উন্মোচিত হয়েছে। সেখানে দেখা গেছে, জার্সির ওপর আয়োজক পাকিস্তানের নামটি যথাযথভাবেই শোভা পাচ্ছে।

ভারতের তারকা শুবমান গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পান্ত, মোহাম্মদ সামিদের পাকিস্তানের নাম সংবলিত টুর্নামেন্টের অফিশিয়াল জার্সি পরা ছবিতে দেখা গেছে।

ভারতের টুর্নামেন্ট শুরু হবে ২০ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ বাংলাদেশ। তারপরেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ২৩ ফেব্রুয়ারি। ২ মার্চ প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভারত পাকিস্তানে খেলতে রাজি না হওয়ায় টুর্নামেন্ট হচ্ছে হাইব্রিড মডেলে। যেখানে রোহিত শর্মারা তাদের সবগুলো ম্যাচ দুবাইয়ে খেলবে।

ঠিক এই কারণেই গুঞ্জন শোনা যাচ্ছিল, ভারত পাকিস্তানে খেলতে যাবে না দেখে জার্সিতে আয়োজকের স্বত্ব পাওয়া দেশটির নামটিও রাখবে না! শেষ পর্যন্ত এমনটা হয়নি দেখে অনেক ভারতীয় দর্শকই ব্যাপারটাকে স্বাগত জানিয়েছেন। একজন সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, ‘অনেকে গুঞ্জন ছড়িয়েছে পাকিস্তানের নাম জার্সিতে থাকবে না। তারা এখন কোথায়? আমি নিজে একজন ভারতীয়, ভারতকে সমর্থন করছি। কিন্তু ভুল তথ্য এবং বিদ্বেষ ছড়ানোর কী প্রয়োজন?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *