কানাডায় অবতরণের সময় ৮০ যাত্রী নিয়ে উল্টে গেল প্লেন

আন্তর্জাতিক

কানাডার টরন্টোর বিমানবন্দরে অবতরণের সময় ডেল্টা এয়ারের একটি ফ্লাইট উল্টে অন্তত ১৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

স্থানীয় সময় সোমবার (১৭ ফেব্রুয়ারি) টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের মিনেসোটা থেকে ছেড়ে আসা ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইটটিতে ৮০ জন যাত্রী ছিল।

প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানাতে পারেনি পুলিশ।

কানাডার পরিবহনমন্ত্রী অনিতা আনন্দ জানান, দুর্ঘটনার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

তবে, দুর্ঘটনার দেড় ঘণ্টা পর ফ্লাইট পরিচালনা কার্যক্রম পুনরায় চালু করেছে পিয়ারসন বিমানবন্দর কর্তৃপক্ষ।

দুর্ঘটনার ফলে, মন্ট্রিল ও অটোয়া বিমানবন্দর থেকে ছেড়ে আসা ২৬টি উড়োজাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে।

কানাডার পরিবহন নিরাপত্তা বোর্ড জানায়, তারা দুর্ঘটনাস্থলে তদন্তকারীরা কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *