ঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে ফেরি চলাচলের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক আব্দুস সালাম।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক অফিসের ডিজিএম নাসির আহম্মেদ বলেন, নদীতে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ার পর আজ সকাল সাড়ে ১০টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে এবং পৌনে ১০টার দিকে আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল শুরু হয়। ঘাটে আটকে পড়া যানবাহনগুলোকে ছোট-বড় ১২টি ফেরি দিয়ে পার করা হচ্ছে।
এর আগে ঘন কুয়াশার কারণে নৌপথের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। সে সময় ‘টাইগার’ ও ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’সহ তিনটি ফেরি যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে।