বোমা হামলার হুমকিতে ঢাকায় বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ

জাতীয়

ইতালির রোম থেকে ঢাকা আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকির প্রেক্ষিতে তল্লাশি চালানো হচ্ছে। ফ্লাইটের যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয়েছে। কাউকে ইমিগ্রেশন করতে দেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে।

আজ বুধবার সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। এরপর সাড়ে ১০টায় বোম ডিসপোজাল ইউনিট এর ভেতরে প্রবেশ করে। প্রতিবেদন লেখা পর্যন্ত উড়োজাহাজটিতে তল্লাশি চলছে।

সূত্র জানিয়েছে, বোম ডিসপোজাল ইউনিট উড়োজাহাজের ভেতরে সিট, করিডর, টয়লেট, ক্যাফেতে তল্লাশি চালাচ্ছেন। তল্লাশি করা হচ্ছে যাত্রীদের হ্যান্ড ব্যাগেজ। যাত্রীদের জরুরি ভিত্তিতে নামানো হলেও তাদের হ্যান্ড ব্যাগেজ উড়োজাহাজের ভেতরেই রয়েছে। সেগুলো একে একে তল্লাশি করা হবে। যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয়েছে। এয়ারক্রাফটটি পুরোপুরি নিরাপদ ঘোষণার আগ পর্যন্ত যাত্রীরা টার্মিনাল ভবনেই থাকবেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, একটি অপরিচিত নম্বর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এ ঘটনার পর বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করেছে। এরপর সকাল সাড়ে ১০টায় বোম ডিসপোজাল ইউনিট উড়োজাহাজটির ভেতর প্রবেশ করে।

বোমা হামলার হুমকি: রোম থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট ঢাকায় নিরাপদে অবতরণবোমা হামলার হুমকি: রোম থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট ঢাকায় নিরাপদে অবতরণ
ফ্লাইটটি মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *