বিয়ে করলেন সোহেল তাজ

জাতীয়

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে, গাজীপুর-৪ কাপাসিয়া আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ সামাজিক রীতি মেনে বিয়ে করেছেন। গতকাল শুক্রবার রাজধানীতে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫৫ বছর বয়সী সোহেল তাজ জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন।

এর আগে গত ২৯ ডিসেম্বর ধানমন্ডিতে নিজের ফিটনেস সেন্টারে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে হাঁটু গেড়ে বসে সেই সেন্টারের ট্রেইনার শাহনাজ পারভীন শিমুর হাতে আংটি পরিয়ে বাগদান করেন সোহেল তাজ। গতকাল রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় দুজনের বিয়ে সম্পন্ন হয়েছে।

আংটি বদলের পর এবার নেট দুনিয়ায় তাঁদের বিয়ের ফটোশুটের কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। তাঁদের বিয়ের ছবি ও ভিডিও প্রকাশ করেছে ওয়েডিং ফটোগ্রাফি প্রতিষ্ঠান রাহাত লাক্সারি ফটোগ্রাফি এবং ড্রিম ওয়েভার। প্রতিষ্ঠান দুটি তাদের ফেসবুক পেজে এসব ছবি ও ভিডিও পোস্ট করেছে।

ছড়িয়ে পড়া বিয়ের ছবি ও ভিডিওতে রোমান্টিক মুডে দেখা যায় সোহেল তাজকে। সোহেল তাজ পরেছিলেন সাদা রঙের শেরওয়ানি ও পায়জামা, গলায় সাদা রঙের কারুকাজের মালা। শিমু পরেছিলেন সাদার সঙ্গে হালকা গোলাপি রঙের দৃষ্টিনন্দন পোশাক। একাধিক ছবি ও ভিডিওতে তাঁদের দুজনের একান্ত আনন্দময় মুহূর্ত ফুটে উঠেছে। ভিডিওতে দেখা যায়, তাঁরা দুজন সিঁড়ি দিয়ে একটি লেকের দিকে যাচ্ছেন। শিমুর হাত ধরে ছিলেন সোহেল তাজ। লেকের ধারে তাঁদের সংক্ষিপ্ত একটি নাচের মুদ্রার দৃশ্যও নজর কাড়ে। একটি ভিডিওতে দুজনকে মালা বদল করতে দেখা যায়। শিমুর বিয়ের পোশাকের সঙ্গে থাকা ওড়নায় লেখা ছিল সোহেল তাজের বউ শিমু।

সোহেল তাজের ঘনিষ্ঠ সূত্র জানায়, তাঁর নতুন জীবনের পার্টনার ইন্সপায়ার ফিটনেস সেন্টারের ট্রেইনার শিমু ঠাকুরগাঁওয়ের মেয়ে। তিনি দুই ভাই ও মাকে নিয়ে ঢাকায় বসবাস করেন। সোহেল তাজের সঙ্গে কাজ করার সুবাদে দুজনের মধ্যে সখ্য গড়ে ওঠে। পরে উভয় পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ে হলো। সোহেল তাজ আগেও একাধিক বিয়ে করেছেন। আগের সংসারে ছেলে ও নাতি রয়েছে।

সোহেল তাজের বাগদান অনুষ্ঠানে উপস্থিত তাঁর সাবেক ব্যক্তিগত সহকারী আবু কাউছার বলেছিলেন, ‘আমিও বাগদানের সময় উপস্থিত ছিলাম। এ সময় সোহেল তাজের ছেলে ব্যারিস্টার তুরাজ তাজ, ছেলের বউ, নাতিসহ বন্ধু ও ফিটনেস সেন্টারের অন্য সহকর্মীরা উপস্থিত ছিলেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *