জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে বিএনপি, যাচ্ছেন সালাহউদ্দিন

জাতীয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় বৈঠকে অংশ নিচ্ছে বিএনপি। দলটির প্রতিনিধি হিসেবে বৈঠকে অংশ নিতে যাচ্ছেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, সালাহউদ্দিন আহমেদ গুলশানের নিজ বাসা থেকে কিছু সময়ের মধ্যে রওনা করবেন।

বিকেল ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণ–অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা। সব রাজনৈতিক দলকে এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।

বিএনপির সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণের বিষয়ে আজ সকালে সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছিলেন, সর্বদলীয় বৈঠকে কীভাবে অংশগ্রহণ করা যায়, তা নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে।

গত ১০ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন, ঘোষণাপত্র সরকার দেবে না। সরকার ঘোষণাপত্রের প্রক্রিয়াকে সহায়তা করছে। সবার ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *