সাংবাদিকদের পেশাগত জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে: টিআইবি নির্বাহী পরিচালক

জাতীয়

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু পেশাগত জায়গায় সবাইকে (সাংবাদিকদের) ইউনাইটেড থাকতে হবে। পেশাগত মানদণ্ডের দিক থেকে কম্প্রোমাইজ করা যাবে না। গতকাল শনিবার গাজীপুরের রাজেন্দ্রপুরের বিসিডিএমে টিআইবি আয়োজিত তিন দিনব্যাপী ‘ওয়ার্কশপ অন ডেটা জার্নালিজমে’র সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

টিআইবি নির্বাহী পরিচালক সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘যা লিখছি, সেটা যেন তথ্যভিত্তিক হয়। আমরা যেন কম্প্রোমাইজ না করি। একবার কম্প্রোমাইজ করলে সারা জীবনের জন্য করতে হয়। অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। পেশাগত জায়গায় ইউনাইটেড থাকতে হবে। টিআইবি সব সময়ই গণমাধ্যমের পাশে থাকবে। আমরা যে কাজগুলো করি সেগুলো সব সময়ই চ্যালেঞ্জিং এবং কঠিন । তবে আগের তুলনায় এখন কাজ করার সুযোগ তৈরি হয়েছে। তবে এখন যা হচ্ছে সেটি সামনে আরও ভালো হতে পারে। আবার খারাপও হতে পারে।’

টিআইবি আয়োজিত এই কর্মশালায় দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের ২৫ জন সাংবাদিক অংশ নেন। গাজীপুরের রাজেন্দ্রপুরে বিসিডিমে ২৬-২৮ ডিসেম্বর এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *