ঘনকুয়াশায় মেঘনা নদীতে ২ লঞ্চের সংঘর্ষ

জাতীয়

চাঁদপুরে ঘনকুয়াশার কারণে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লঞ্চ দুটি হালকা ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল শনিবার রাত ২টার দিকে জেলা সদরের হরিণাঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

আজ রোববার সকালে নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) শেখ আব্দুর সবুর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

লঞ্চের যাত্রীরা জানান, গতকাল শনিবার রাত ২টার দিকে ঘন কুয়াশার কারণে মেঘনা নদীর মাঝখানে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরিশালের প্রিন্স আওলাদ-১০ লঞ্চের সঙ্গে বরিশাল থেকে ছেড়ে আসা এমভি কীর্তনখোলা-১০ লঞ্চের সংঘর্ষ হয়। এতে আওলাদ-১০ লঞ্চের তলা ফেটে গেছে এবং কীর্তনখোলা ১০ লঞ্চের সামনের অংশ হালকা ভেঙে পড়েছে। তবে এই দুর্ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

কীর্তনখোলা-১০ লঞ্চের ইকবাল নামের যাত্রী জানান, মধ্যরাতে দুই লঞ্চের সংঘর্ষে প্রিন্স আওলাদ-১০ লঞ্চের বেশি ক্ষতি হয়েছে। এই লঞ্চের মাঝ বরাবর তলা ফেটে গেছে। তাই নদীর মাঝে একটি চরে লঞ্চটিকে নোঙর করে রাখা হয়। তবে রাতেই শুভরাজ-৯ লঞ্চ ঢাকা থেকে এসে প্রিন্স আওলাদ-১০ এর যাত্রী নিয়ে বরিশাল চলে যায়। আর কীর্তনখোলা-১০ এর তেমন একটা ক্ষতি না হওয়ায় ঢাকা পৌঁছেছে।

চাঁদপুর লঞ্চঘাটের দায়িত্বরত নৌ নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগের (টিআই) সমর কৃষ্ণ বলেন, চাঁদপুর সদরের হরিণাঘাটের কাছাকাছি মেঘনা নদী অতিক্রমকালে ঘনকুয়াশার কারণে লঞ্চ দুটির সংঘর্ষ হয়। বরিশালগামী এমভি প্রিন্স আওলাদ লঞ্চে ৫৮০ জন যাত্রী ছিল। যাদেরকে অন্য একটি লঞ্চ এসে গন্তব্যে নিয়ে গেছে।

এসআই শেখ আব্দুর সবুর বলেন, ঘটনাস্থল চাঁদপুরের মেঘনা নদী হলেও ঠিক কোথায় তা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। কিন্তু ৯৯৯ এর কল আসে কীর্তনখোলা লঞ্চের এক যাত্রী থেকে। তারা আওলাদ ১০ লঞ্চের সঙ্গে ধাক্কা লাগার খবর জানিয়েছেন। লঞ্চ দুটির মাস্টারদের সঙ্গে কথা হয়েছে। ওই ঘটনায় কেউ আহত ও নিহত হওয়ার ঘটনা ঘটেনি এবং বড় কোনো সমস্যা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *