মঙ্গলবার (৩ ডিসেম্বর) শুনানির জন্য আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত না থাকায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুল ইসলামের আদালত এই সিদ্ধান্ত দেন।
আজ সকাল সাড়ে ১০টায় জামিনের শুনানির সময় নির্ধারিত ছিল।
নির্ধারিত সময়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও উপস্থিত হন। তবে চিন্ময় ব্রহ্মচারীর পক্ষে কোনো আইনজীবী শুনানির জন্য উপস্থিত না থাকায় আদালত শুনানির জন্য ২ জানুয়ারি দিন ধার্য করেন।
এ সময় আদালতে আইনজীবীরা আলিফ হত্যাকাণ্ড ও আদালত প্রাঙ্গণে হামলা-ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় চিন্ময়কে আসামি করার দাবি জানান।