জামিন শুনানিতে চিন্ময় দাশের পক্ষে অংশ নেননি কোনও আইনজীবী

জাতীয়

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন শুনানিতে তার পক্ষে অংশ নেননি কোনও আইনজীবী। এ ছাড়া চিন্ময় দাশকেও আদালতে হাজির করা হয়নি।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালতে জামিন শুনানি হওয়ার কথা ছিল।

এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী বলেন, ‘আসামি পক্ষের আইনজীবী আদালতে উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষ শুনানি পেছানোর আবেদন করে। পরে আদালত আগামী ২ জানুয়ারি পরবর্তী জামিন শুনানির দিন ধার্য করেছেন।’

চট্টগ্রাম মহানগর পুলিশের এডিসি (প্রসিকিউশন) মফিজুর রহমান বলেন, ‘চিন্ময় দাশের জামিন আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারক আগামী ২ জানুয়ারি আবার শুনানির দিন ধার্য করেছেন।’

চিন্ময়ের জামিন শুনানির তারিখ থাকায় এদিন সকাল থেকে চট্টগ্রাম আদালত এলাকায় ছিল কঠোর নিরাপত্তা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য আদালত এলাকার বিভিন্ন অংশে অবস্থান নেন।

এদিকে, পুলিশের দায়ের করা সবকটি মামলায় চিন্ময় দাশকে গ্রেফতার দেখানোর দাবিতে আইনজীবী সমিতির নেতা ও সাধারণ আইনজীবীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছেন।

এর আগে ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নাকচ করে চিন্ময় দাশকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম কাজী শরীফুল ইসলাম।

ওই আদেশের পর আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করেন চিন্ময়ের অনুসারীরা। পরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে।

বিক্ষোভকারীরা আদালত পাড়াসহ আশপাশের এলাকায় ব্যাপক তাণ্ডব চালান। হামলায় রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ ভিডিও ফুটেজ দেখে হত্যাকারীদের চিহ্নিত করেছে।

এসব ঘটনায় একটি হত্যাসহ পাঁচটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় পুলিশ ৩৯ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে নয় জনকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *