এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশের মেয়েরা

খেলাধুলা বাংলাদেশ

এক ম্যাচ হাতে রেখে আয়ারল্যান্ড মেয়েদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতিরা আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতেছে ৫ উইকেটে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের মেয়েরা এগিয়ে গেল ২-০ ব্যবধানে।

সিরিজ বাঁচাতে হলে আজ মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে জিততেই হতো আইরিশদের। সেই লক্ষ্যে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ১৯৬ রানের লক্ষ্যও দেয় সফরকারী দল। মিডল অর্ডারে ব্যাটিংয়ে নামা অধিনায়ক-উইকেটরক্ষক অ্যামি হান্টারের ৮৮ বলে ৬৮ রানের সুবাদে ৬ উইকেটে ১৯৫ রান করে আয়ারল্যান্ড।

বাংলাদেশের পক্ষে ২ উইকেট নেন সুলতানা খাতুন। গ্যাবি লুইসকে (২) ফিরিয়ে তিনিই আয়ারল্যান্ড মেয়েদের ওপেনিং জুটি ভাঙেন। ৩৫ রানে ২ উইকেট হারানোর পর ওরলা প্রেনডারজাস্টের (৩৭) সঙ্গে ৯১ রানের জুটি গড়ে দলের চাপ সামাল দেন। আইরিশদের তৃতীয় সর্বোচ্চ ৩৩ রান আসে লরা ডিলানির ব্যাট থেকে।

লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৫ রানে ভাঙে বাংলাদেশের ওপেনিং জুটি। ওরলার বলে ফিরে যান মুরশিদা খাতুন (৬)। এরপর দ্বিতীয় উইকেটে ৮৫ রানের জুটি গড়ে দলকে জয়ের স্বপ্ন দেখাতে থাকেন ওপেনার ফারজানা হক (৫০) ও শারমিন আক্তার (৪৩)। তবে ৭ রানের ব্যবধানে ফিরে যান দুজনই। ফারজানা পেয়েছেন টানা দ্বিতীয় ফিফটি।

দ্রুত ২ উইকেট হারালেও অধিনায়ক-উইকেটরক্ষক জ্যোতির ৩৯ বলে ৪০ রানের ইনিংসে ভর করে জয়ের আরও নিকটে চলে আসে বাংলাদেশ। জ্যোতি ফেরেন দলীয় ১৮২ রানে। তার আগে বিদায় নেন সোবহানা মোস্তারি (১৬)। জয়ের বাকি কাজটুকু সারেন দুই অপরাজিত ব্যাটার স্বর্ণা আক্তার (২৯) ও ফাহিমা খাতুন (৪)। বাংলাদেশ ৪৩.৫ ওভারে ৫ উইকেটে করে ১৯৭ রান। আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন ডিলানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *