মার্কিন দূতাবাসে খালেদা জিয়া

জাতীয়

ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে গেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ বুধবার বেলা সোয়া ২টার দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে বারিধারায় অবস্থিত মার্কিন দূতাবাসের উদ্দেশে রওনা করেন তিনি। পরে ২টা ২২ মিনিটে দূতাবাসে পৌঁছান খালেদা জিয়া।

বিএনপির দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে। তবে কী কারণে খালেদা জিয়া মার্কিন দূতাবাসে যাচ্ছেন, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ আছেন।

এদিকে, আজ বিএনপির এই চেয়ারপারসন দীর্ঘদিন ধরে চলা দুই আলোচিত মামলা—জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা ও বড়পুকুরিয়া কয়লা খনিসংক্রান্ত মামলা থেকে মুক্তি পেয়েছেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাত বছরের সাজা বাতিল করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এই মামলার বাকি দুই আসামির সাজাও বাতিল করা হয়েছে।

এ ছাড়া, আজ ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মো. আবু তাহেরের আদালত দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি দেন।