মাগুরায় বিডিআর বিদ্রোহে চাকরিচ্যুত পূর্নাবহলের দাবিতে মানববন্ধন

জাতীয়

২০০৯ সালে বিডিআর বিদ্রোহ ছিল তৎকালীন সরকারের ষড়যন্ত্র উল্লেখ করে নিজেদের চাকরি  পূর্নাবহলের দাবিতে মানববন্ধন করেছে মাগুরা জেলার সাবেক বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।

আজ বুধবার দুপুরে মাগুরা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে  বিডিআর কল্যান পরিষদ মাগুরা। এ সময় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিডিআর কল্যান পরিষদ সভাপতি হাবিলদার মনিরুজ্জামান, সদস্য শাহিদুল ইসলাম, তুহিন মিয়া সহ অন্যরা।

মানবন্ধনে বক্তারা দাবি করেন বিডিআর বিদ্রোহ আসলে একটি তৎকালীন সরকারের ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্রের বলি হয়েছি আমরা চাকরিচূত্য হয়ে। অবিলম্বে চাকরি হারানোদের চাকরিতে পূর্নাবহলের দাবি জানান তারা।

তারিখঃ২৬.১১.২০২৪
মোঃসুজন মাহামুদ
মাগুরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *