লটারি নয়, ভর্তি পরীক্ষার দাবিতে রেসিডেনসিয়াল মডেলের শিক্ষার্থীদের বিক্ষোভ

জাতীয়

লটারি পদ্ধতি বাতিল করে পরীক্ষা নিয়ে মেধা যাচাইয়ের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির দাবিতে সড়ক আটকে আড়াই ঘণ্টা বিক্ষোভ দেখিয়েছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা। এই দাবিতে রোববার সকাল ১০ থেকে গণভবনের সামনে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন। তাদের আন্দোলনের কারণে মিরপুর সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।

পরে কলেজ কর্তৃপক্ষ এসে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় বলে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার রুহুল কবির খান জানান। আন্দোলন চলাকালে কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র মাইনুজ্জামান বলেন, লটারি পদ্ধতি বাদ দিয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য দাবি জানিয়ে আসছেন তারা।

“আমাদের একটি প্রতিনিধিদল শনিবার সরকারের একটি পক্ষের সঙ্গে এ বিষয়ে কথাও বলেছে। কিন্তু তাতে সুরাহা না হওয়ায় রাস্তায় নামতে বাধ্য হয়েছি।” কলেজে তৃতীয় শ্রেণি, ষষ্ঠ শ্রেণি এবং নবম শ্রেণীতে ভর্তি নেওয়া হয় জানিয়ে মাইনুজ্জামান বলেন, এসব শ্রেণিতে লটরির মাধ্যমে ভর্তি হয়। আমরা লটারি নয়, মেধা চাই।”

উপ পুলিশ কমিশনার রুহুল কবির খান বলেন, অবরোধের কারণে যানজট তৈরি হওয়ায় তারা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন। পরে কলেজের বিদায়ী অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল শামীম ফরহাদও বেলা সোয়া ১২টার দিকে ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

অধ্যক্ষের সঙ্গে কথা বলার পর অবস্থান থেকে সরে যাওয়ার সময় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মোয়াজ হোসেন বলেন, “আমরা সাড়ে ১২টা পর্যন্ত অবস্থা করেছি। অধ্যক্ষ এসে সাধারণ জনগণের ভোগান্তির কথা বলেছেন। আমরা রাস্তা ছেড়ে দিলাম। দাবি না মানলে আগামীকাল আবার বসব।”

ব্রিগেডিয়ার জেনারেল শামীম ফরহাদ সাংবাদিকদের বলেন, “শিক্ষার্থীদের দাবির বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হয়েছে। বিষয়টি এখন মন্ত্রণালয়ের ব্যাপার। যানজটের কারণে সাধারণ মানুষের হয়রানির বিষয়টি শিক্ষার্থীদের বোঝানোর পর তারা রাস্তা ছেড়ে দিয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *