সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ যমুনায় এই সংবর্ধনা দেওয়া হয় সারফ চ্যাম্পিয়নদের। প্রধান উপদেষ্টার সঙ্গে ফুটবলারদের সোহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (২ নভেম্বর) যমুনায় সকাল ১১টায় নারী দলের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। সেখানে ফুটবলারদের সকল কথা মনযোগ সহকারে শোনেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান।
ফুটবলাররা আবাসন-অনুশীলনে সমস্যা, বেতন কাঠামো পরিবর্তনসহ নানা বিষয় তুলে ধরেন। সবার সমস্যার কথা শুনে লিখিত আকারে দেওয়ার পরামর্শ দেন ড. ইউনূস। ফুটবলাররাও যত দ্রুত সম্ভব তা পৌঁছে দেওয়ার কথা জানান।
এ ব্যাপারে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ‘প্রধান উপদেষ্টা খুব ধৈর্য সহকারে নারী ফুটবলারদের কথা শুনেছেন। বিভিন্ন সমস্যার কথা শুনেছেন এবং সেগুলো লিখিতভাবে দেওয়ার জন্য বলেছেন। সেগুলো আমরা লিখিত পেলে খুব দ্রুত ব্যবস্থা যাতে নিতে পারি। নারী ফুটবলারদের সমস্যার বিষয় বিস্তারিত আলোচনা করা হয়েছে।’
সাফজয়ী নারী দলের সকল সদস্যরা নিজেদের অটোগ্রাফ সংবলিত অধিনায়ক সাবিনা খাতুনের জার্সি ও ফুটবল প্রধান উপদেষ্টাকে উপহার দিয়েছেন। সেটি নিশিচত করে আসিফ মাহমুদ বলেন, ‘নারী ফুটবলাররা প্রত্যেকের সাইন করা জার্সি এবং ফুটবল প্রধান উপদেষ্টাকে উপহার দিয়েছেন। প্রধান উপদেষ্টাসহ আমরা সবাই নারী ফুটবলারদের সঙ্গে সকালের নাস্তা করেছি।’
প্রধান উপদেষ্টার বাসভবনে কোচিং স্টাফের মধ্যে শুধু হেড কোচ পিটার বাটলার ও কর্মকর্তাদের মধ্যে ম্যানেজার মাহমুদা আক্তার গিয়েছেন।