শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (১২ অক্টোবর) বিকাল ৩টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে যাবেন তিনি।
এ তথ্য জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, মন্দির পরিদর্শনের পর হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ জানান, প্রধান উপদেষ্টা বিকাল ৩টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আসবেন। এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।