পিএসসি চেয়ারম্যান ও ১২ সদস্যের পদত্যাগ

জাতীয়

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন এবং ১২ সদস্য পদত্যাগ করেছেন।

মঙ্গলবার বিকেলে তারা পদত্যাগ করেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।

কমিশনের একজন কর্মকর্তা জানিয়েছেন, চেয়ারম্যানের পাশাপাশি আরও ১২ সদস্য পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে দুইজন সদস্য এখনও জমা দেননি।
পিএসসি সংস্থারের দাবি জানিয়ে আসছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ফেসবুকে পোস্ট দিয়ে পিএসসি সংস্থারের দাবি তোলেন। একই দিন পিএসসি ঘেরাও করে একদল ছাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *