কবে হচ্ছে নোভা বিস্ফোরণ?

Other

এক মহাজাগতিক ঘটনা প্রত্যক্ষ করার অপেক্ষায় আছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তারা বলছেন শিগগিরই মহাকাশে নোভা বিস্ফোরণ দেখা যাবে। এই বিস্ফোরণের ফলে রাতের আকাশে একটি তারার আবির্ভাব ঘটবে। যে তারা গঠনের বিরল প্রক্রিয়া পর্যবেক্ষণের জ্যোতির্বিজ্ঞানীরা মুখিয়ে আছেন।

এই বিস্ময়কর ঘটনা প্রত্যক্ষ করার জন্য জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবী থেকে তিন হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত টি করোনাই বোরেয়ালিস নক্ষত্রের দিকে চোখ রাখছেন। টি করোনাই বোরেয়ালিস নামের মৃত নক্ষত্রটিতেই শক্তিশালী বিস্ফোরণ ঘটবে বলে জানাবেন তারা। বিস্ফোরণের পরে এই নক্ষত্রি আবারও পুনরুজ্জীবিত হবে বলেই জ্যোতির্বিজ্ঞানীদের আশা। সেই বিস্ফোরণের কারণে উত্তর নক্ষত্র পোলারিসের সমান উজ্জ্বলতার আলো তৈরি হবে।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ভিলানোভা বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী এডওয়ার্ড সিওন বলেন, নক্ষত্রটি ধ্বংস হয়ে যাচ্ছে, এটা খুবই স্পষ্ট। অসাধারণ এ ঘটনাকে বিরল বলছেন বিজ্ঞানীরা। আর তাই নোভা বিস্ফোরণের সম্ভাব্য সব তথ্য বিস্তারিতভাবে জানতে চান তাঁরা। মহাকাশভিত্তিক সব টেলিস্কোপের নজর এখন এই বিস্ফোরণের দিকে। এ মাসেই দেখা যাবে এই বিস্ফোরণ।
ফার্মি টেলিস্কোপ ছাড়াও জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, সুইফট ও ইন্টিগ্রাল স্পেস টেলিস্কোপ আর নিউ মেক্সিকোর ভেরি লার্জ অ্যারে টেলিস্কোপ দিয়েও টি করোনাই বোরেয়ালিস নক্ষত্রের ওপর নজর রাখা হচ্ছে।

তবে এ নোভা বিস্ফোরণের প্রভাব পৃথিবীতে পড়বে না। এ বিষয়ে জ্যোতির্বিজ্ঞানী এডওয়ার্ড সিওন জানিয়েছেন, বিস্ফোরণটি মারাত্মক হলেও পৃথিবী থেকে যথেষ্ট দূরে হবে। আমাদের ওপর কোনো প্রভাব পড়বে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *