ডেঙ্গু নিয়ে বেশি ভয় এবার!

বাংলাদেশ

এবছরের প্রথম ছয় মাসের তুলনায় গত আড়াই মাসে রোগী বেড়েছে প্রায় ছয় গুণ এবং মৃত্যু বেড়েছে প্রায় তিন গুণ। এসব মৃত্যুর ৬৮ শতাংশই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়। বিশেজ্ঞরা বলছেন, সরকারের পক্ষ থেকে জরুরি অবস্থা জারি করে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে।ডেঙ্গু আক্রান্ত হয়ে গেলে কয়েক দিনে দুটো হাসপাতাল বদলাতে হয়েছে শামীমকে। শেষমেষ ঠিকানা হয়েছে ডিএনসিসি হাসপাতালের বিছানা। ডেঙ্গু তাকে কতটা নাকাল করেছে, এর বিবরণ পাওয়া গেল তার স্ত্রীর মুখে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ছিল তিন হাজার ৬৫১ জন এবং মৃত্যু হয় ৪৪ জনের। আড়াই মাস পর সেপ্টেম্বর রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ২১ হাজার ৭৯ এবং মৃত্যু ছাড়িয়েছে শতকের ঘর। এরমধ্যে ঢাকার দুই সিটিতে মৃত্যু হয়েছে ৮১ জনের। সাড়ে আট মাসে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে মৌসুমের সর্বোচ্চে।

এই বিশেষজ্ঞ বলছেন, খুব দ্রুত পদক্ষেপ নেওয়া না গেলে দিতে হতে পারে চরম মূল্য। মশক নিয়ন্ত্রণে জনসম্পৃক্ততার মাধ্যমে সব পক্ষকে একসঙ্গে কাজ করার তাগিদ দেন বিশেষজ্ঞরা।

ডেঙ্গুর ঝুঁকি কমাতে চিকিৎসার বিকেন্দ্রীকরণ ও সাধারণ মানুষকে সচেতন হবার পরমর্শ দেন স্বাস্থ্য খাতের সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *