নয়াপল্টনে বিএনপির সমাবেশে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা

বাংলাদেশ

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে দলটির আয়োজনে সমাবেশে খন্ড খন্ড মিছিল নিয়ে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা।আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার পর থেকেই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের চাপ বাড়ছে।

সমাবেশে দুপুর আড়াইটার দিকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বিএনপির স্থায়ী কমিটি সদস্যসহ দলটির জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেবেন।

সমাবেশে সমন্বয় করছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল। সমাবেশে সঞ্চালনা করছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

এ ছাড়া সারা দেশে বিভাগীয় শহরে আয়োজিত র‍্যালিতে অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও ভাইস চেয়ারম্যানরা। সিলেটে প্রধান অতিথি থাকছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, খুলনায় রয়েছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ময়মনসিংহে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বরিশালে স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, চট্টগ্রামে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, রংপুরে স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহম্মদ (বীর বিক্রম), ফরিদপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, কুমিল্লায় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও রাজশাহীতে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *