নোয়াখালীতে বন্যার্তদের মাঝে মীরেরবাগ নাগরিক সোসাইটির পক্ষে খাবার ও উপহার সামগ্রী বিতরন

দেশজুড়ে

সময় যত বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বন্যাকবলতি মানুষরে সংখ্যাও। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ডাকাতিয়া নদীর  পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহতি হচ্ছে। নদীর পানি উপচে বন্যা পরিস্থিতি ভয়াবহ অবনতি হয়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা এলাকায় কয়েকটি ইউনিয়ন। দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট।

এ অবস্থায় শনিবার (৩১ আগষ্ট) দক্ষিন কেরানীগঞ্জের মীরেরবাগ নাগরিক সোসাইটির উদ্যোগে নোয়াখালীর কবিরহাট উপজেলার যাদবপুরে প্রায় তিন শতাধিক পরিবারের মাঝে খাবার ও উপহার সামগ্রী বিতরন করে।

মীরেরবাগ নাগরিক সোসাইটির উদ্যোক্তা বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট মোঃ ওবায়দুল্লাহ ইমন জানায়, নোয়াখালীতে বন্যার্তদের মাঝে মীরেরবাগ নাগরিক সোসাইটির পক্ষে যতটুকু সহায়তা করা যায় আমরা সেইরকম ভাবে কাজ করে গেছি। মীরেরবাগ নাগরিক সোসাইটির এই উদ্যোগকে স্বাগত জানায় দক্ষিন কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকাবাসী। মীরেরবাগ নাগরিক সোসাইটির এই কার্যক্রমে মোঃ মহিউদ্দিন, রাসেল, জিতু, আপন, নাসির, রাব্বি বন্ধুমহল সহ ২৩ জন সোসাইটির সদস্য স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে। আমাদের প্রচেষ্টায় এ আয়োজন, ভবিষ্যতে প্রাকৃতকি সকল র্দুযোগে মীরেরবাগ নাগরিক সোসাইটি সবসময় সাধারণ মানুষরে পাশে থাকব, ইনশাআল্লাহ।

স্থানীয় ভাবে মানবিক সংস্থা যাদবপুর আমাদের সার্বিক ভাবে সহযোগীতা করেন বর্ন্যাত মানুষের কাছে খাবার পৌঁছে দেয়ার জন্য।

অধিকাংশ এলাকায় লাখ-লাখ মানুষ পানিবন্ধি হয়ে পড়ছে। সবখানেই বর্ন্যাতদরে মাঝে হাহাকার দেখা গেছে অনেক এলাকায় আশ্রয়কন্দ্রেগুলো পানি বন্দী হয়ে পড়ায় বন্যার্তদের র্দুভােগ আরও বেড়ে গিয়েছে। আমরা আপনাদের থেকে সহযোগিতা পেলে আরও এগিয়ে যাবো মানুষের সেবায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *