বন্যার্তদের সহায়তায় ‘জীবন সংগ্রামের ছবি’ শিরোনামে উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। ‘ইন্ডিপেনডেন্ট ফিল্মমেকারস কমিউনিটি’র আযোজনে শুক্রবার ১৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে সাজানো হয়েছে এই বিশেষ প্রদর্শনী।
কমিউনিটির সমন্বয়ক পরিচালক কামরুল আহসান লেনিন জানিয়েছেন, সোহরাওয়ার্দী উদ্যানের খোলা মঞ্চে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে এই প্রদর্শনী শুরু হবে। চলবে মধ্যরাত পর্যন্ত। প্রায় ৭০ মিনিট করে চারটি পর্বে ভাগ করা হয়েছে এই আয়োজন। এটা যেহেতু উন্মুক্ত প্রদর্শনী এতে কোনো টিকেট মূল্য রাখা হয়নি, তবে আমরা বন্যার্তদের জন্য একটা ফান্ড কালেকশন করার ব্যবস্থা রাখব। দর্শকরা নিজে থেকে যে অর্থ আয়োজকদের দেবেন, সেটা টাকা বন্যার্তদের জন্য রাখা হবে। ৪ ঘণ্টা করে তিনটা সেশনের মাধ্যমে রাত ১২টা পর্যন্ত সিনেমা দেখানোর পরিকল্পনা তাদের আছে।
উন্মুক্ত স্থানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানোর উদ্দেশ্য থেকেই এই কমিউনিটি তৈরি হয়েছে এবং প্রতি মাসেই এই আয়োজন অব্যাহত রাখতে চান বলেও জানিয়েছেন পরিচালক লেলিন।
শুক্রবার সন্ধ্যার আয়োজনের প্রথম সেশনে ৬টি সিনেমা দেখান হবে। এরমধ্যে উদ্বোধনী সিনেমা হল ইভান মনোয়ারের ‘দ্য সাউন্ড ইজ লাউড’। এরপর একে একে দেখান হবে ফুয়াদ নাসেরের ‘হাওয়ার টানে’, গোলাম রাব্বানীর ‘আনটাং’, এ কে এম জাকারিয়ার ‘ইতি ছালমা’, মাশরুর পারভেজের ‘ইউর আইস’ এবং কামরুল আহসান লেনিনের ‘ঘরে ফেরা’।
দ্বিতীয় সেশনে থাকছে চারটি প্রদর্শনী। এর মধ্যে রয়েছে চৈতালী সমদ্দারের ‘লাইক অ্যা মুভি’, আরিফুর রহমানের ‘রোকাইয়া’, অপরাজিতা সংগীতার ‘ছাড়পত্র’ এবং এম এম জাহিদুর রহমানের ‘ওমর ফারুকের মা’।
এরপর তৃতীয় সেশনে থাকছে তিনটি সিনেমা। লিটন করের ‘আই সি ইউ’, রাকায়েত রাব্বির ‘হাওয়াই মিঠাই’ এবং এন রাশেদ চৌধুরীর ‘বিস্মরণের নদী’ দেখানো হবে।
চতুর্থ ও শেষ সেশনে থাকছে মাত্র দুটি সিনেমা। এরমধ্যে থাকছে আমিনুর রহমান মুকুলের ‘কমলাপুরাণ’ এবং মোল্লা সাগরের ‘সাইরেন’।