নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

খেলাধুলা

রেফারির শেষের বাঁশি বাজতেই ভোঁ দৌড়। ডাগআউট থেকে ফুটবলারদের সঙ্গে যোগ দিলেন সাপোর্ট স্টাফরাও। পিনপতন নিরবতা আনফা কমপ্লেক্সের গ্যালারিতে। অবশ্য ম্যাচের শুরু থেকেই স্বাগতিক দর্শকদের চুপ করিয়ে রেখেছিলেন লাল-সবুজের দল।

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ৪-১ গোলে স্বাগতিক নেপালকে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ।

প্রথমার্ধে মিরাজুলের গোলে বাংলাদেশ লিড নেয়। দ্বিতীয়ার্ধে মিরাজুল ও রাহুলের গোলে ৭০ মিনিটে বাংলাদেশ ৩-০ গোলে এগিয়ে থাকে। ৮০ মিনিটে নেপাল এক গোল পরিশোধ করে। রেফারি ১০ মিনিট ইনজুরি সময় দেয়। নেপাল গোলের চেষ্টা করে উল্টো আরও এক গোল হজম করে। বাংলাদেশ ৪-১ গোলে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *