ট্রাম্পের ওপর আততায়ীর হামলা : সিক্রেট সার্ভিস পরিচালকের পদত্যাগ

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আগামী নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রম্পের ওপর আততায়ীর হামলা ঠেকাতে এজেন্সির দায় নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করেছেন দেশটির সিক্রেট সার্ভিসের পরিচালক কিম্বারলি চিটল। গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) তিনি তার পদত্যাগপত্র পেশ করেছেন। খবর এএফপির।

গত ১৩ জুলাই পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে ডোনাল্ড ট্রাম্পের ওপর ২০ বছর বয়সী এক বন্দুকধারী হামলা চালানোর পর সরকার ও বিরোধী উভয় দল থেকেই কিম্বারলি চিটলের পদত্যাগের দাবি ওঠে। ওই হামলায় একটি গুলি ট্রাম্পের ডান কান চিড়ে বেরিয়ে যায়। নিরাপত্তাকর্মীদের গুলিতে পরে ওই ব্যক্তি নিহত হয়।

চিটলের পদত্যাগের বিষয়ে মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান দলীয় স্পিকার মাইক জনসন সাংবাদিকদের বলেন, ‘এটা করতেই হতো, তবে আমাদের উচিত ছিল আরও এক সপ্তাহ আগে এটা করা।’ তিনি আরও বলেন, ‘আমি আনন্দিত যে তিনি (চিটল) রিপাবলিকান ও ডেক্রেটদের কথা শুনেছেন।’

এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন সিক্রেট সার্ভিসে কিম্বারলি চিটলকে তিন যুগেরও বেশি সময় কাজ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। বাইডেন বলেন, চিটল তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিঃস্বার্থভাবে জাতিকে রক্ষায় তার চাকরি জীবনের পুরোটা সময় কাটিয়েছেন। এক বিবৃতিতে জো বাইডেন বলেন, ‘আমরা জানি, সেদিন কী ঘটেছিল আর সে ঘটনা যেন আর না ঘটে।’

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেজান্দ্রো মায়োর্কাস জানিয়েছেন, সিক্রেট সার্ভিসের উপপরিচালক রোনাল্ড রোউই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পরিচালকের দায়িত্ব পালন করবেন।

এদিকে, কিম্বারলি চিটলের পদত্যাগের বিষয়ে এক প্রতিক্রিয়ায় রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘বাইডেন বা কমলা হ্যারিস প্রশাসন আমাকে পুরোপুরি রক্ষা করতে পারেনি। গণতন্ত্রের জন্য আমাকে একটি বুলেটের আঘাত সহ্য করতে হয়েছে। আর এটা আমার জন্য সম্মানের।’

এর আগে গত সোমবার কিম্বারলি চিটল মার্কিন প্রতিনিধি পরিষদে জেরার সম্মুখীন হন। এ সময় তিনি ট্রাম্পের ওপর হামলাকে ‘গত কয়েক যুগের মধ্যে সিক্রেট সার্ভিসের সবচেয়ে উল্লেখযোগ্য ব্যর্থতা’ হিসেবে বর্ণনা করেন। এরপর হাউসে রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের প্রতিনিধিরা চিটলের পদত্যাগের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *