শঙ্কা এড়িয়ে হিউস্টনে অনুশীলনে বাংলাদেশ

খেলাধুলা

হিউস্টনের ঝড়ের কারণে বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র সিরিজ শুরু নিয়ে জেগেছিল শঙ্কা। তবে, সেই শঙ্কার কালো মেঘ সরিয়ে আপাতত পরিস্কার হিউস্টনের আকাশ। ফলে, সিরিজ গড়াতেও আর বাধা নেই। তৈরি হচ্ছে ভেন্যু। প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল।

টেক্সাসে পৌঁছে কিছুটা বিশ্রাম নিয়ে বাংলাদেশ দল শুরুটা করে জিম দিযে। এরপর একদিন বিরতি নিয়ে নেমেছে মাঠের অনুশীলনে।   

গতকাল রোববার স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ৯ টায়) মাঠের অনুশীলন শুরু করেছে চন্ডিকা হাথুরুসিংহের শীর্ষরা। শুরুর দিন স্কিল অনুশীলন করেছেন ক্রিকেটাররা।  হিউস্টনের প্রেইরিভিউ ক্রিকেট কমপ্লেক্সে শান্তরা শুরুতে ওয়ার্ম আপ ও ফুটবল খেলে নিজেদের ঝালিয়ে নেন। সাকিব আল হাসানসহ দলের সব সদস্যরাই এদিন ছিলেন অনুশীলনে।

ক্রিকেটের কোনো সংস্করণেই এখনও মুখোমুখি হয়নি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই সিরিজ খেলবে শান্তরা। জিম্বাবুয়ে সিরিজের ধারাবাহিকতা এই সিরিজেও ধরে রাখতে মরিয়া ক্রিকেটাররা।

দুই দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজটি হবে তিন ম্যাচের। আগামী ২১ মে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। একদিন বিরতির পর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ২৩ মে। আর সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি ২৫ মে। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে টেক্সাসের হিউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে (পিভিসিসি)।

এই সিরিজের পরই বিশ্বকাপ অভিযানে নামবে বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের দুটি ম্যাচ রয়েছে যুক্তরাষ্ট্রে। ৮ জুন সকাল সাড়ে ৬টায় টেক্সাসের ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আসরের যাত্রা শুরু করবে বাংলাদেশ। এরপর ১০ জুন রাত সাড়ে ৮টায় নিউইয়র্কে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *