বাংলাদেশ সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সচিবালয়ে এসে বৈঠক করেছেন পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে।
আজ বুধবার (১৫ মে) দুপুরে ডোনাল্ড লু সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে এলে পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী তাকে স্বাগত জানান। দ্বিপক্ষীয় বৈঠকে তারা আগামী দিনে দুই দেশের সম্পর্ক কীভাবে আরও সুদৃঢ় করা যায়, তা নিয়ে আলোচনা করেছেন।
বৈঠক শেষে সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের জানান, আমাদের মধ্যে অতীত নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরা চাই সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিতে। এসব বিষয় নিয়েই আলোচনা হয়েছে।
আজ বুধবার ডোনাল্ড লু সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বৈঠক করেন পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ছবি এনটিভি
এক প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী বলেন, নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি ছিল। তাদের হয়তো কিছু অস্বস্তি ছিল, কিন্তু সেটা তো আমাদের মধ্যে ছিল না। এখন নির্বাচন হয়ে গেছে। এসব বিষয় এখন আর প্রাসঙ্গিক নয়।
এসময় উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।