ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে রিয়াদের ফিফটি

খেলাধুলা

‘সাইলেন্ট কিলার’ নামটা মাহমুদউল্লাহর সঙ্গে খুব একটা বেমানান নয়। অনেক বড় বড় জয়ে অবদান রাখলেও কখনোই আলোয় থাকেন না তিনি। নীরবেই সবার অলক্ষ্যে নিজের কাজটা করে যান! দলের বিপদে ইনিংস মেরামত করায় মাহমুদউল্লাহর জুড়ি নেই। তার ভক্তরা তাই তো তাকে ‘ক্রাইসিস ম্যান’ হিসেবে ডাকে। দলের প্রয়োজনে ফের একবার জ্বলে উঠলেন এই তারকা ক্রিকেটার।

জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে যখন দলীয় ১৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেই বিপর্যয় থেকে দলকে টেনের তোলার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেন মাহমুদউল্লাহ। তিন বলে তিন চার হাঁকিয়ে ইনিংসের শুরুটা করেন দারুনভাবে।

পরে অধিনায়ক শান্ত ও সাকিবকে নিয়ে জুটি গড়ে ৩৬ বলে তুলে নেন ফিফটি। টি-টোয়েন্টিতে এটা তার অষ্টম ফিফটি। বিশ্বকাপের ঠিক আগে এই ইনিংস রিয়াদকে বাড়তি সাহস যোগাবে, তা তো বলাই যায়। সামনেই বিশ্বকাপ, দলের ব্যাটিং লাইনআপে রিয়াদ হতে পারেন দলের বড় ভরসা। অভিজ্ঞতার পাশাপাশি বিগ হিটিং করার ক্ষমতা থাকায় তাকে নিয়ে বেশ আশাবাদী সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *