শান্তনুর সঙ্গে বিচ্ছেদ শ্রুতি হাসানের

বিনোদন

দীর্ঘদিনের প্রেমিক ও চিত্রশিল্পী শান্তনু হাজারিকার সঙ্গে ভেঙে গেছে দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা শ্রুতি হাসানের প্রেমের সম্পর্ক! বর্তমানে আর একসঙ্গে নেই এই জুটি। দুজনে হেঁটেছেন ভিন্ন ভিন্ন পথে। 

সম্প্রতি একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করলে তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এবার শোনা যাচ্ছে, গুঞ্জন নয় সত্যিই প্রেম ভেঙেছে এই জুটির।

জানা গেছে, গত মাসে বিচ্ছেদ হয় এই জুটির, তাদের ব্যক্তিগত একটি সূত্র এমনটাই জানায়। শ্রুতি ও শান্তুনুর ব্যক্তিগত বহু মত পার্থক্য ছিল, তাই তারা বন্ধুত্বপূর্ণভাবেই একে অপরের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

যদিও এ বিষয়ে হিন্দুস্তান টাইমসের পক্ষ থেকে শ্রুতি হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করতে চাননি অভিনেত্রী। তবে এ বিষয়ে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেন তিনি।

একটি সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে, প্রায় এক মাস ধরে আলাদা থাকছেন শ্রুতি ও হাজারিকা। তবে ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করার পর থেকেই তাদের আলাদা হওয়ার খবর ছড়িয়ে পড়ে। এমনকি শ্রুতি তার প্রাক্তন প্রেমিকের সঙ্গে সমস্ত ছবিও মুছে ফেলেন। যার পরেই তাদের প্রেম ভাঙার খবর চাউর হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *