বিসিবির বার্ষিক সাধারণ সভা আজ

খেলাধুলা

বিসিবির সেই বহুল কাঙ্ক্ষিত বার্ষিক সাধারণসভা (এজিএম) আজ রোববার দুপুর ২টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হবে। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের তৃতীয় মেয়াদের দ্বিতীয় এজিএম অনুষ্ঠিত হবে। এই সভায় দুটি সংশোধনীর মাধ্যমে বাণিজ্যে ঢোকার পরিকল্পনা রয়েছে বিসিবির। একই সঙ্গে ঋণ নেওয়ার মতো সিদ্ধান্তও হবে আজ।

জানা গেছে, বাণিজ্য করার জন্য এলসি খোলা এবং এক বা একাধিক ট্রাস্ট, কোম্পানি, সোসাইটি/ফাউন্ডেশন গঠন করার পরিকল্পনায়ও সংশোধনী আসবে। এছাড়াও গত এজিএমের কার্যবিবরণী অনুমোদন, প্রধান নির্বাহী কর্মকর্তার প্রতিবেদন, ২০২২-২৩ সালের কার্যক্রমের প্রতিবেদন ও অনুমোদন, প্রধান অর্থ কর্মকর্তার প্রতিবেদন ও অনুমোদন, চলতি অর্থবছরের বাজেট পর্যালোচনা ও অনুমোদনের বিষয়গুলোও থাকবে আলোচ্যসূচিতে।

আসন্ন এই এজিএমের জন্য দুই দফায় বাজেট বাড়ানো হয়েছে। সব মিলিয়ে এজিএমের বাজেট দাঁড়িয়েছে প্রায় পৌনে চার কোটি টাকা। কাউন্সিলদের জন্য রয়েছে দামি উপহার ও অর্থ পুরস্কার। সর্বশেষ এজিএম হয়েছিল ২০২২ সালে। সব জেলা, বিভাগ, ক্লাব, সংস্থা মিলিয়ে ১৭০ জন কাউন্সিলর উপস্থিত থাকবেন এজিএমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *