সাগরিকার উইকেট বরাবরই ব্যাটিংবান্ধব, সেই বিবেচনাতেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত সফরকারী শ্রীলঙ্কার। উইকেটের সহায়তাকে কাজে লাগিয়ে প্রথম দিনের প্রথম সেশনে দারুণ ব্যাটিং করেছেন দুই ওপেনার নিশান মাদুশকা ও দিমুথ করুনারত্নে। আর সুযোগ পেয়েও উইকেটবিহীন সেশন পার করে বাংলাদেশ।
আজ শনিবার (৩০ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে লাঞ্চের আগ পর্যন্ত ২৭ ওভারে ৮৮ রান করেছে শ্রীলঙ্কা। করুনারত্নে ৩৩ ও মাদুশকা ৫৬ রানে অপরাজিত।
আগে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করে শ্রীলঙ্কা। অবশ্য, দলীয় ১৩ রানের মাথায় সুযোগ আসলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। অভিষিক্ত হাসান মাহমুদের বলে থার্ড স্লিপে ক্যাচ তুলে দেন মাদুশকা। তবে, সেই সহজ ক্যাচই তালুবন্দী করতে ব্যর্থ মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় ঘন্টায় রান আউটের সুযোগ কাজে লাগাতে পারেননি মেহেদী হাসান মিরাজও। এবার বেঁচে যান দিমুথ করুনারত্নে।
এরপর স্বাগতিকদের আর কোনো সুযোগ দেয়নি শ্রীলঙ্কা। দারুণভাবে সাকিব-মিরাজদের স্পিন আক্রমণে সামলে দলকে এগিয়ে নেন এই দুই ব্যাটার। দলীয় ৭৬ রানের মাথায় ফের একবার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। এবারও সুযোগ লুফে নিতে পারেনি বাংলাদেশ। হাসান মাহমুদের বাউন্সারে থার্ডম্যান এরিয়াতে থাকা সাকিব সুযোগ হাতছাড়া করেন। মাঝে ৮০ বলে ফিফটি তুলে নেন মাদুশকা। প্রথম সেশনের ব্যর্থতা ভুলে দ্বিতীয় সেশনের শুরুতে তাই উইকেটের খোঁজে বাংলাদেশ।