হাইওয়েতে মডেল পেট্রোল পাম্প ছাড়া অনুমোদন নয় : জ্বালানি প্রতিমন্ত্রী

বাংলাদেশ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সারা দেশে হাইওয়ের পাশে ১০ কিলোমিটার ব্যবধানে আধুনিক সুবিধা সম্বলিত মডেল পেট্রোল পাম্প ছাড়া সাধারণ কোনো পাম্পের অনুমোদন দিবে না সরকার।

আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে সিলেটের ওসমানী নগরে হাজী মাসহুদ আলী মডেল ফিলিং স্টেশন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, কোথায় কোথায় এ ধরনের পাম্প বসবে এবং কতটি পাম্প বসবে তার জরিপ ইতোমধ্যে শেষ হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন শহর ও উপজেলার সড়কগুলোর পাশে স্থাপিত পাম্পগুলোতেও পরিবর্তন আনা হবে। সারা দেশে আটটি মডেল পেট্রোল পাম্পের মধ্যে ছয়টির কাজ শেষ হয়েছে।

এর আগে সুইচ টিপে  হাজী মাসহুদ আলী মডেল ফিলিং স্টেশনের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পরে হোটেলসহ বিভিন্ন সুবিধা ঘুরে দেখেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *