ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রশংসা করেন রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত বলেন, ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশ সরকারের ভূমিকায় আমরা সন্তুষ্ট। বাংলাদেশের জনগণের কাছ থেকে সবসময় জোরালো সমর্থন পেয়ে আসছি।
রাষ্ট্রদূত রামাদান বলেন, আপনারা ফিলিস্তিনকে সমর্থন করেন, কারণ আপনারা ন্যায়বিচার ও মানবতার পক্ষে। বাংলাদেশের জনগণের কাছ থেকে সবসময় জোরালো সমর্থন পেয়ে আসছি।