পতন থেকে ফিরে উত্থানে পুঁজিবাজার

বাংলাদেশ

ফ্লোর প্রাইস (নিম্নসীমা) তুলে নেওয়ার পরের দ্বিতীয় কর্মদিবসে আজ সোমবার (২২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন চলছে। লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টা ১০মিনিটে লেনদেন হয়েছে ৫৮২ কোটি ৫৯ লাখ টাকা।

ডিএসই ওয়েবসাইট অনুসন্ধানে দেখা যায়, শেয়ার বিক্রয়ের চাপে লেনদেন শুরুতেই সূচক পতন হয়। শুরুতেই প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ পয়েন্ট পতন হয়। পরে সেই পতনের বৃত্ত কমতে থাকে। লেনদেনের প্রথম ছয় মিনিটে পতন দাঁড়িছিল ৩৭ পয়েন্টে। বেলা বাড়ার পর সেই পতন উত্থানের রূপ নেয়। প্রথম ২ ঘন্টা ১০ মিনিট বা বেলা ১২টা ১০মিনিট পর্যন্ত লেনদেনে সূচক ডিএসইএক্স বেড়েছে ১২ পয়েন্ট।

লেনদেন হওয়া প্রথম ২ ঘন্টা ১০ মিনিটে কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২০৯টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারদর। আলোচিত সময় ডিএসইএক্স ১১ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫২ দশমিক ১৭ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস বেড়েছে সাত দশমিক ৪১ পয়েন্ট। একই সময় ডিএস-৩০ সূচক বেড়েছে ৯ দশমিক ৪৫ পয়েন্ট ।

                                                                                                                               ছবি : ডিএসইর ওয়েবসাইট থেকে নেওয়া

এর আগে করোনার প্রকোপ ও শেয়ারবাজারে লাগাতার পতনের কারণে প্রথমবার ২০২০ সালে ফ্লোর প্রাইস আরোপ করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পরে তা ২০২১ সালের জুলাইয়ে তুলে নেওয়া হয়েছিল। এরপর ফের গত ২০২২ সালের জুলাইয়ে পুঁজিবাজারের স্বার্থে প্রায় দুই শতাধিক কোম্পানি ফ্লোর প্রাইস আরোপ করেছিল বিএসইসি। এতে এক পর্যায়ে শেয়ার লেনদেন ব্যাপক কমে গেলে সমালোচনায় পড়ে বিএসইসি। পরে গত বৃহস্পতিবার পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির ওপরে ফ্লোর প্রাইস তুলে নেয়। তবে, এখন আটকে রেখেছে ৩৫ কোম্পানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *