প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় সুর পাল্টাচ্ছে চাপদাতারা : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতা আর বিচক্ষণতার জোরে চাপদাতারা নিজেদের দূর পাল্টে ফেলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

ফের স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হওয়ার পর রোববার (১৪ জানুয়ারি) প্রথম দিন সচিবালয়ে যোগ দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি। তবে, এই চাপদাতা কারা সে ব্যাপারে স্পষ্ট কিছু বলেননি মন্ত্রী।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন অত্যন্ত দক্ষ, বিচক্ষণ, দূরদর্শী নেতা। তিনি মাথানত করে কারও সঙ্গে কথা বলেন না, তিনি মাথা উঁচু করে থাকেন এবং হৃদয় দিয়ে বাংলাদেশকে ভালোবাসেন বলেই এই সমস্ত চাপ তার কাছে কোনো চাপ নয়। তিনি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তার দক্ষতা ও প্রজ্ঞা দিয়ে এসব মোকাবিলা করে যাচ্ছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী এরপর বলেন, ‘দু-চারদিন ধরে আবার আমরা এটাও লক্ষ্য করছি যে, যারা অনেক ধরনের কথা বলেছে, তাদের সুর আবার পাল্টেও যাচ্ছে। একটু একটু করে তারা আবার ভিন্ন সুরেও কথা বলছে। এসবই হলো আমাদের প্রধানমন্ত্রীর দক্ষতা ও বিচক্ষণতা। তার যে দূরদর্শী সিদ্ধান্তগুলো, এগুলো তার মূল কারণ।’আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী বলেছেন দেশি-বিদেশি চাপ এখনো রয়েছে। ষড়যন্ত্র চলছে। বিএনপি পুনরায় নির্বাচনের দাবি তুলেছে। এ পরিস্থিতিতে সামনে আপনার কী চ্যালেঞ্জ- এ বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘সড়ক পরিবহন মন্ত্রী যেটা বলেছেন যথার্থই বলেছেন। অনেক বৈদেশিক চাপ আমরা পেয়েছি।বৈদেশিক চাপ সবসময়ই থাকে। অনেক হিসাব-নিকাশ সেখানে থাকে। প্রধানমন্ত্রী সেগুলো যথাযথভাবে মোকাবিলা করে একটা সুন্দর নির্বাচন আমাদের উপহার দিয়েছেন।’

তিনি বলেন, বিদেশিরা সবাই আমাদের সরকারকে স্বাগত জানাচ্ছেন। চাপ কিংবা রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড আগেও ছিল, এখনো চলবে। এগুলো আমাদের জন্য কোনো ব্যাপার না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *