টানা চতুর্থবারের মতো জয়ী হয়ে সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে যাচ্ছে আওয়ামী লীগ। আগামীকাল মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে যাত্রা শুরু করবে নতুন সরকার। মন্ত্রিপরিষদে কারা ঠাঁই পাচ্ছেন তাদের তালিকা ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি তাদের শপথ পাঠ করাবেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদের ফোন করে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
বুধবার (১০ জানুয়ারি) রাতে সচিবালয়ে নতুন মন্ত্রিসভা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। কারা মন্ত্রী ও উপমন্ত্রী হচ্ছেন তাদের তালিকা পাঠ করে শুনিয়েছেন।
মন্ত্রিপরিষদ বিভাগের দেয়া তালিকায় দেখা যায়, ২৫ জন পূর্ণমন্ত্রীর মধ্যে ১২ জনই নতুন। আর ১১ জন প্রতিমন্ত্রীর মধ্যে সাতজনই নতুন। তবে কেউ কেউ গত মন্ত্রিসভায় না থাকলে এর আগের মন্ত্রিসভায় ছিলেন।
মন্ত্রীদের মধ্যে নতুন যারা
১. মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১);
২. আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪) ;
৩ আব্দুশ শহীদ (মৌলভীবাজার-৪);
৪. র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩);
৫. আব্দুর রহমান (ফরিদপুর-১);
৬. নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫);
৭. আব্দুস সালাম (ময়মনসিংহ-৯);
৮. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২);
৯. সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯);
১০. জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩);
১১. নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬)।
১২. সামন্ত লাল সেন (টেকনোক্রেট)।
প্রতিমন্ত্রীদের মধ্যে নতুন মুখ যারা
১. বেগম সিমিন হোমেন (রিমি) (গাজীপুর-৪);
৪. মোহাম্মাদ আলী আরাফাত (ঢাকা ১৭);
৫. মহিবুর রহমান (পটুয়াখালী-৪);
৮. কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি);
৯. বেগম রুমানা আলী (গাজীপুর-৩);
১০. শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২);
১১. আহসানুল ইসলাম (টিটু) (টাঙ্গাইল-৬)।