বাংলাদেশের সব পক্ষকে সহিংসতা পরিহারের আহ্বান জাতিসংঘের

আন্তর্জাতিক

যেকোনো ধরনের সহিংসতা পরিহার এবং প্রত্যেকের মানবাধিকার ও আইনের শাসনকে পূর্ণ সম্মান নিশ্চিত করতে বাংলাদেশের সব পক্ষের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক  গত মঙ্গলবার নিউইয়র্কে নিয়মিত ব্রিফিংয়ে এই আহ্বান জানান।

স্টিফেন ডুজারিক  সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি, আমরা আপনাদেরকে আগেই বলেছি, মহাসচিব সব ধরনের সহিংসতা পরিহার করতে এবং সবার মানবাধিকার ও আইনের শাসনে সবার প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য সব পক্ষকে আহ্বান জানিয়েছেন।’

ডুজারিক বলেন, বাংলাদেশে গণতন্ত্র সুসংহতকরণ ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এটি অপরিহার্য।

মুখপাত্র বলেন, ‘আমরা যে সহিংসতা দেখেছি তা নিয়ে মহাসচিব অবশ্যই উদ্বিগ্ন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *