টানা ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ, মহাসড়কে যানজট

বাংলাদেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে গতকাল রোববার (৭ জানুয়ারি)। এদিন ছিল সাধারণ ছুটি। তার আগে দুদিন ছিল সাপ্তাহিক সরকারি ছুটি। টানা এই তিন দিনের ছুটি ছাড়াও ভোটের বিভিন্ন দায়িত্বপালন করা শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানে ভোটকেন্দ্রে স্থাপন হওয়ায় ভোটের পরের দিন ৮ জানুয়ারি, অর্থাৎ আজ শিক্ষাপ্রতিষ্ঠান ছিল বন্ধ। টানা এই ছুটি তাই অনেকেই গিয়েছিলেন বাড়িতে। আর সেই ছুটি শেষে রাজধানীর পথে এখন মানুষ। ফলে আজ বিকেলের পর থেকে রাজধানীতে ফিরে এসেছে সড়কের সেই চিরচেনা যানজট।

আজ দুপুর অবধি রাজধানীর সড়কে খুব একটা যানচলাচল দেখা না যায়নি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যানচলাচল। সাড়ে ৪টার পর থেকে তা বেড়ে সড়কে তৈরি করে জট। গুলিস্তান থেকে শান্তিনগর হয়ে রামপুরা-টঙ্গী সড়কে দেখা যায় বিপুল যানবাহন। অনেকটাই থেমে থেমে চলতে দেখা গেছে ব্যক্তিগত গাড়ি, গণপরিবহণ, রিকশা ও অন্যান্য যানবাহন। গাবতলী থেকে ফার্মগেট, উত্তরা থেকে আজিমপু-গুলিস্তান, মহাখালী থেকে গুলিস্তান সড়কেও ছিল যানজট।

শুভ্র রায় নামে এক বেসরকারি চাকুরিজীবী জানান, কাল থেকে পুরোদমে অফিস শুরু। তাই আজ ঢাকায় ফিরেছেন তিনি। বাড়িতে গিয়েছিলেন ভোট দিতে। তবে, আজ ফেরার পথে সন্ধ্যায় রাজধানীর প্রবেশপথ সায়েদাবাদেই পেয়েছেন যানজট।

শুভ্র রায়ের মতোই জানালেন, সায়মা সুলতানা চৌধুরী, বেলাল আহমেদসহ অনেকে। তারাও টানা ছুটিতে গিয়েছিলেন তাদের গ্রামের বাড়িতে।

আব্দুল মান্নান নামে এক রিকশাচালক জানান, আজ সকালে রাস্তাঘাটে যানবাহন ছিল না বললেই চলে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে বাড়তে থাকে যানবাহন। আর বিকেলের পর থেকে শুরু হয় যানজট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *