৭ জানুয়ারি নির্বাচন নয় শুধু ফলাফল ঘোষণা হবে : ড. মঈন খান

বাংলাদেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, জনগণ নয় সরকারই ঠিক করে ফেলেছে এমপি কে হবে। যে নির্বাচন হচ্ছে তা ভুয়া নির্বাচন। সরকার তা করতে গিয়ে সব হযবরল করে ফেলেছে।

তিনি বলেন, ৭ জানুয়ারি নির্বাচন নয় শুধু ফলাফল ঘোষণা হবে। যা এখন অর্থহীন হয়ে গেছে। বাংলাদেশের নির্বাচন ও বর্তমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ, ইইউ ও ইউএসএ নিজেরাই চিঠি ইস্যু করেছে। বাংলাদেশে গণতন্ত্র মৃত- এটা এখন বিশ্বস্বীকৃত।

সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আওয়ামী লীগের নিজের প্রার্থী ও তাদের গৃহপালিত জাতীয় পার্টির প্রার্থীরাই এখন এই নির্বাচন নিয়ে সমালোচনা করছে। নির্বাচন সরকার নিজেরাই করে ফেলেছ, কে কোন সিট পাবে- তা ঠিক হয়ে গেছে। কে কোন আসন পাবে, তা আগেই সিলেকশনে হয়ে গেছে, ইলেকশনে নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *